ফ্যাশন পত্রিকার প্রচ্ছদেও তাক লাগিয়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্র

সাধারণত ব্লক প্রিন্ট ব্লাউজ এবং সুতির শাড়িতে ছিমছাম সাজেই দেখা যায় মহুয়া কে।

June 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্পষ্ট নির্ভীক বক্তা হিসেবে বারবার নজর কেড়েছেন তিনি। কিন্তু এবার অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি এক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে দেখা গিয়েছে তাঁকে।

সাধারণত ব্লক প্রিন্ট ব্লাউজ এবং সুতির শাড়িতে ছিমছাম সাজেই দেখা যায় মহুয়া কে। কিন্তু এবার ভোল পাল্টে ডিজাইনার পায়েল খণ্ডওয়ালার হাতে বোনা সিল্কের শাড়ি এবং মেটালিক হাই-নেক ব্লাউজে একদম গ্ল্যামারাস অবতারে দেখা গেল তাঁকে।


চকচকে চুল পেতে আঁচড়ানোয় একটা পরিচ্ছন্ন সাজের সঙ্গে মহুয়ার স্বল্প মেকআপ মানিয়ে গিয়েছে। কালার ব্লক করা মেটালিক স্ট্রাইপ দেওয়া শাড়ি তাঁর সৌন্দর্যে অভিজাত ছোঁয়া এনে দিয়েছে। এই সাজের সঙ্গে গয়না বা অন্য কোনও অ্যাকসেসরি পরেননি মহুয়া। অথচ তাঁর গ্ল্যামারের ছ’টা যেন বেরিয়ে আসছে।

আরও একটি সাজে গোলাপি সিল্কের শাড়ি এবং নীল ব্লাউজে দেখা গেল মহুয়াকে। এখানেও তিনি কোনও রকম অ্যাকসেসরি পরেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen