পাঞ্জাবের জন্য বন্যাত্রাণ তহবিলে ছাড়, আর বাংলার জন্য এক টাকাও নয় কেন্দ্রের

October 26, 2025 | 2 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: পাঞ্জাবের জন্য বন্যাত্রাণে ছাড় দিচ্ছে বিজেপি, আর এদিকে বাংলার দিকে ফিরেও তাকাচ্ছে না মোদী সরকার। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray) একটি এক্স পোস্ট করে প্রশ্ন তুলেছেন, “দেশের সব সাংসদদের পাঞ্জাবের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এমপিল্যাড তহবিল থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাংলায় যখন উত্তর ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত, হাজার-হাজার মানুষ গৃহহীন, কৃষিজমি ও ফসল জলমগ্ন, তখন একই ধরণের ছাড় কেন দেওয়া হচ্ছে না?”

সাংসদের প্রশ্নেই স্পষ্ট, মোদী সরকার (Modi government) বাংলার মানুষের সঙ্গে পরিকল্পিত অবহেলা করছে। উত্তরবঙ্গের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় ঘরবাড়ি ভেসে গিয়েছে, চাষের জমি ধ্বংস হয়েছে, রাস্তা ও সেতু ভেঙে পড়েছে, কিন্তু তবুও আজ পর্যন্ত কেন্দ্রের তরফে এক টাকাও পাঠানো হয়নি তহবিল হিসেবে।

যখন পাঞ্জাব বা বিজেপি-শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্র দ্রুত আর্থিক সহায়তা মঞ্জুর করছে, তখন বাংলাকে শুধু প্রতিশ্রুতির জালে আটকে রেখে বাস্তবে কিছুই করছে না। দুর্যোগের সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাহায্যের হাত বাড়ানোই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু বিজেপি সরকার সেই মানবিক কর্তব্যও পালন করতে ব্যর্থ।

বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের (North Bengal) মানুষ আজও অপেক্ষা করছে ন্যায্য সহায়তার। বাংলার সরকার একা কাজ করে চলেছে মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। বাড়িঘর মেরামত, চাষের ক্ষতিপূরণ, রাস্তা তৈরি, সব ক্ষেত্রেই রাজ্য একা লড়ছে। অথচ দিল্লি থেকে আসছে শুধু ফাঁকা আশ্বাস আর রাজনৈতিক কটাক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen