ওয়াকফ বিল নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদের

তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক তীব্র বিরোধীতা জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে একটি চিঠি দিয়েছেন।

January 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সোমবার ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিল কমিটিতে পাশ হয়। সেই সংশোধনীগুলি নিয়ে বুধবার যৌথ সংসদীয় কমিটিতে ভোটাভুটি হয়। সেখানে ১৫টি ভোট পড়েছে সংশোধিত বিলের পক্ষে। বিলের বিপক্ষে পড়েছে ১১টি ভোট। যদিও এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী সাংসদরা।

বুধবার সংশোধনী-সহ পাশ হওয়া ওয়াকফ বিল নিয়ে কমিটিতে থাকা তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক তীব্র বিরোধীতা জানিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে একটি চিঠি দিয়েছেন। কেন তাঁরা এই বিলটিকে সমর্থন করছেন না তার ১৭টি কারণ জানিয়ে বিস্তারিত ব্যাক্ষা দিয়েছেন।

গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি।

জানা গিয়েছে, কমিটি গঠনের পর ওয়াকফ বিল নিয়ে ৩৮টি বৈঠক হয়েছে। গত শুক্র এবং শনিবার ছিল শেষ দফার বৈঠক। সেখানে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিজেপির পক্ষ থেকে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে। কিন্তু বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটিই খারিজ হয়েছে। বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। ১৪টি সংশোধনী নিয়ে বুধবার ফের ভোটাভুটি হয়েছে কমিটিতে। তারপরেই সরকারিভাবে গৃহীত হল বিতর্কিত ওয়াকফ বিল। সংশোধনীর পক্ষে ফল ১৫-১১।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen