সংসদে পাঠান ঝড়, পাট চাষে যুক্ত কৃষক ও শ্রমিকদের হয়ে ব্যাটিং বহরমপুরের সাংসদের

কেন্দ্র সরকারের নীতির জেরে বাংলার পাট চাষীরা ভুগছেন বলে অভিযোগ।

August 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইউসুফ পাঠান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার পাট চাষীদের হয়ে সংসদে সরব হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কেন্দ্র সরকারের নীতির জেরে বাংলার পাট চাষীরা ভুগছেন বলে অভিযোগ। কৃষকরা পাটের দাম পাচ্ছেন না বলে অভিযোগ দীর্ঘদিনের। গত কয়েক বছরে পাট চাষীরা সমস্যায় রয়েছেন। আর্থিক টানাটানির পাশাপাশি বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। বেশিরভাগ চাষী পুকুরে জলসেচ দিয়ে পাট জাঁক দিচ্ছেন। কিন্তু বিক্রি করতে গেলে দাম মিলছে না বলে অভিযোগ।

খুচরো বাজারে কুইন্টাল প্রতি ৪৫০০ টাকা দামে পাট বিক্রি হয়। কৃষকদের অভিযোগ, পাট বিক্রি করে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে। পাট চাষীদের সমস্যা সমাধানের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের সাংসদ, তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। বুধবার সংসদে পাট চাষের সমস্যার কথা তুলে ধরে কৃষক ও শ্রমিকদের দিকে নজর দেওয়ার দাবি করেছেন তিনি।

ইউসুফ পাঠান সংসদে বলেন, “পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে পাট চাষ হয়। এই পাট চাষের সঙ্গে হাজার হাজার পরিবারের জীবন, জীবিকা জড়িত। পাট চাষ নিয়ে এখন নানা সমস্যা তৈরি হয়েছে। প্লাস্টিক ব্যাগের ব্যবহার বেড়ে যাওয়ায় জুটমিল বন্ধ হয়েছে। পাটের দাম কম পাচ্ছেন কৃষকরা। সরকারকে অনুরোধ করছি পাট চাষ ও জুটমিল বন্ধ হওয়া ঠেকাতে নজর দেওয়া হোক। কৃষকদের পাট চাষে উৎসাহ দেওয়া হোক। পাটের ন্যায্য দাম যাতে কৃষকেরা পান এবং পাট শ্রমিকদের মজুরি বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে।” সংসদে ইউসুফ বিষয়টি তোলায় কৃষকেরা অত্যন্ত খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen