ত্রিপুরাকাণ্ডে আজ সকাল থেকেই দিল্লিতে ধর্না তৃণমূল সাংসদদের

তৃণমূল কংগ্রেস সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই তাঁর সময় চেয়েছেন। 

November 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

সোমবার থেকে চার দিনের দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে আজ সকালেই ত্রিপুরার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানী দিল্লিতে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই তৃণমূল কংগ্রেসের প্রায় ১৬ জন সাংসদ দিল্লি পৌঁছে যাচ্ছেন। আজ সোমবার সকাল থেকেই তাঁরা দিল্লিতে ত্রিপুরা পুলিশের  বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুলে  ধর্নায় বসবেন।  সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই তাঁর সময় চেয়েছেন। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সৌগত রায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন। তবে তৃণমূল কংগ্রেস কোথায় অবস্থান বিক্ষোভে বসবে তা এখনও স্পষ্ট করে জানান হয়নি দলের পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে দিল্লি আসছেন। তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ত্রিপুরার ঘটনার নালিশ করতে পারেন বলেও সূত্রের খবর। অন্যদিকে এই দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও বিষয়টি তুলতে পারেন বলে সূত্রের খবর। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen