‘আমার দলিত মেয়েকে ফিরিয়ে দাও’ স্লোগানে মুখরিত তৃণমূলের মিছিল
হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত এই মিছিলে হাঁটেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেত্রীবৃন্দ।
October 10, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নারী ও শিশুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ ফের চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে নামেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত এই মিছিলে হাঁটেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের গলাতেই ঝোলানো ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘আমার দলিত মেয়েকে ফিরিয়ে দাও।’ মিছিল থেকে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মিছিল শেষে ওড়ানো হয় কালো বেলুন।