‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’- বিধানসভাকে পাখির চোখ করে নয়া স্লোগান ও লোগো প্রকাশ তৃণমূলের

December 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নামল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল নতুন নির্বাচনী স্লোগান ও লোগো। বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে এবারের স্লোগান- ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’।

শনিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সমাজমাধ্যম হ্যান্ডেল থেকে এই নতুন লোগো ও স্লোগান জনসমক্ষে আনা হয়। প্রকাশিত লোগোতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি স্থান পেয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন এই প্রচার কৌশলের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের সাধারণ মানুষকে এককাট্টা করার এবং ‘ঐক্যবদ্ধ বাংলা’র বার্তা দিতে চাইছে জোড়াফুল শিবির।

স্লোগান-রাজনীতিতে তৃণমূলের মুন্সিয়ানা নতুন নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি ঘটেছিল, তখন ‘বহিরাগত তত্ত্ব’কে সামনে রেখে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান তুলেছিল তৃণমূল। সেই স্লোগান নির্বাচনী ময়দানে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছিলেন। পরবর্তী সময়ে গত লোকসভা নির্বাচনেও রাজ্যবাসীর অধিকার রক্ষার ডাক দিয়ে ‘জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন’ স্লোগান বেঁধেছিল দল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার বিধানসভা ভোটের আগে নতুন স্লোগান বাঁধল ঘাসফুল শিবির।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই লোগো নিছক কোনও ছবি নয়, এটি সাধারণ মানুষের ওপর শোষণ, অপমান ও ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে বাঙালির সম্মিলিত ক্ষোভের প্রতীক। বিজেপিকে ‘বাংলা-বিরোধী জমিদার’ বলে কটাক্ষ করে দলের সমাজমাধ্যম পেজে লেখা হয়েছে, “কোনও একটি ছবি হয়তো হাজার হাজার কথা বলে। কিন্তু এই ছবিটি একটিই বার্তা গর্জন করে যাচ্ছে- পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠবে। বিজেপিকে বিদায় জানাবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen