১০০ দিনের বকেয়া আদায়ে ২ অক্টোবর TMC-র ধর্না কর্মসূচি দিল্লিতে, DCPকে চিঠি তৃণমূলের

১০০ দিনের বকেয়া আদায়ে ২ অক্টোবর TMC-র ধর্না কর্মসূচি দিল্লিতে

September 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
DCPকে চিঠি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির পুলিশ-প্রশাসনকে চিঠি দিয়েও দলীয় কর্মসূচি আয়োজনের অনুমতি মেলেনি তৃণমূল কংগ্রেসের। তাই ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সকল সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা দিল্লির রাজঘাটে প্রার্থনায় বসবেন বলে দলের তরফে জানানো হয়েছে।

তারই প্রস্তুতি হিসেবে এবার দিল্লির দরিয়াগঞ্জ থানার ডিসিপি-কে চিঠি লিখলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। চিঠিতে উল্লেখ করেছেন, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে কর্মসূচি রয়েছে। শামিল হবেন রাজ্যের বহু মানুষ। রামলীলা ময়দানে তাঁদের থাকার জন্য তাঁবু তৈরি করতে চায় দল। সেই অনুমতি চাওয়া হয়েছে দরিয়াগঞ্জ থানার কাছে। এর আগে আগস্টের শেষে এই কর্মসূচির কথা দিল্লি পুলিশকে চিঠিতে জানিয়েছিলেন ডেরেক। শুক্রবারের চিঠিতেও তার উল্লেখ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen