বসিরহাটে সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয় চাই – বাদুড়িয়ার টার্গেট বেঁধে দিলেন অভিষেক

দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক।

May 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধেয়ে আসছে রেমাল, ডায়মন্ড হারবারে রোড-শো বাতিল করলেও বাদুড়িয়ায় বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ উপেক্ষার করেও সভায় উপচে পড়েছিল জনতার ভিড়। সেখানেই বসিরহাট জয়ের ব্যবধান বেঁধে দেন অভিষেক। বলেন, “ডায়মন্ড হারবারে চার লক্ষ আর বসিরহাটে তিন লক্ষ ভোটের ব্যবধানে জেতাতে হবে।” উনিশের লোকসভা ভোটে প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে বাদুড়িয়া থেকে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী, এবার ব্যবধান আরও বানানোর দাবি জানান অভিষেক।

পাশাপাশি দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক। উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গও, বলেন; “সন্দেশখালির আসল সত্য ৪ মে ফাঁস হয়ে গিয়েছে। ভোটের ফলাফল ৪ জুন তারিখ বেরোলেও। বসিরহাটের ফল মে মাসেই বেরিয়ে গেছে। তৃণমূল জিতছে।” তিনি আরও বলেন, “মোদী সরকারের মেয়াদ পয়লা জুনের পর মাত্র তিনদিন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen