কোভিড আক্রান্ত তৃণমূল মুখপাত্র তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন

সামান্য উপসর্গ রয়েছে, নিজেই ট্যুইট করে জানালেন ডেরেক।

December 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার একথা টুইটে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সামান্য উপসর্গ রয়েছে, নিজেই ট্যুইট করে জানালেন ডেরেক।

এদিন টুইটে এই খবর দিয়ে ডেরেক জানান, ‘গত ৩ দিনে সংস্পর্শে আসা কারও উপসর্গ থাকলে চিকিত্সকের পরামর্শ নিন’।         

       

     
এদিকে, করোনা চিকিত্‍সায় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও ২টি ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবিভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।  সেইসঙ্গে অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।                   

                          
স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একদিনে তিনটি অনুমোদন দিয়েছে। কোরবিভ্যাক্স ভ্যাকসিন, কোভাভ্যাক্স ভ্যাকসিন এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মলনিউপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হল।’   

                        
   


দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen