২রা সেপ্টেম্বর আইটি কমিটির বৈঠকে যাচ্ছে তৃণমূল
এই বৈঠকে থাকবে তৃণমূল। দলের তরফে থাকবেন মঃ নাদিমুল হক এবং মহুয়া মৈত্র।
August 31, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ২রা সেপ্টেম্বর আইটি মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক।
এই বৈঠকে থাকবে তৃণমূল। দলের তরফে থাকবেন মঃ নাদিমুল হক এবং মহুয়া মৈত্র।
এতদিন করোনার আবহে এই স্ট্যান্ডিং কমিটি বৈঠকগুলোয় যাচ্ছিল না তৃণমূল।
কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর কারণে, বিশেষত ফেসবুক-বিজেপি আঁতাত নিয়ে এই বৈঠকে সরব হবে তৃণমূল।
উল্লেখ্য, বিজেপির সাথে যোগসাজশের ব্যাখ্যা চেয়ে ফেসবুককে ইতিমধ্যেই চিঠি দিয়েছে কমিটি।