২০২১-এ সবচেয়ে বড় ২১ জুলাই পালন করবে তৃণমূল: মমতা

কোভিড সংক্রমণ থেকে বাঁচার জন্য যে সামাজিক দূরত্ব বিধি অপরিহার্য আজ, তার কারণেই সমাবেশ করা যাবে না।

July 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী বছর ২১ জুলাই সব থেকে বড় শহিদ দিবসের আয়োজন করবে তৃণমূল। সকালেই টুইটে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ তৃণমূলের জন্য। বছরের সবচেয়ে বড় সমাবেশের তারিখ। ভিক্টোরিয়া হাউসের উঠোনে বাঁধা মঞ্চের সামনে থেকে এক দিকে প্রায় পার্ক স্ট্রিটের মুখ আর অন্য দিকে যোগাযোগ ভবনের মোড় পর্যন্ত ঠাসাঠাসি দাঁড়িয়ে থেকে নেত্রীর আগুনে ভাষণে উদ্বেল হওয়ার তারিখ।কিন্তু করোনা সংক্রমণের জেরে এ বছর তা বন্ধ। এই প্রথম বার শহিদ স্মরণ ভার্চুয়াল পদ্ধতিতে সারতে হচ্ছে তৃণমূলকে। মাসখানেক আগেই জানা গিয়েছিল, এ বার ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ হচ্ছে না। কোভিড সংক্রমণ থেকে বাঁচার জন্য যে সামাজিক দূরত্ব বিধি অপরিহার্য আজ, তার কারণেই সমাবেশ করা যাবে না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানিয়েছিলেন সে কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen