অতিসক্রিয় NIA! কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল, ভূপতিনগরে যাচ্ছেন চন্দ্রিমা, কুণাল

তৃণমূল, ভূপতিনগরে দলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ ভূপতিনগর যাবেন।

April 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূপতিনগরের ঘটনায় এনআইএ’র অতিসক্রিয়তার অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। বাংলার শাসকদলের অভিযোগ, এনআইএ’র মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে মোদীর সরকার। এই অভিযোগে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারের সময় চেয়েছে তৃণমূল, এমনই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, তৃণমূলের প্রতিনিধি দলে এক জন রাজ্যসভার সাংসদ এবং এক জন প্রাক্তন সাংসদ থাকবেন। কমিশনে ভূপতিনগরের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানাতে যাবেন তাঁরা। তৃণমূল, ভূপতিনগরে দলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ ভূপতিনগর যাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen