কেন্দ্রের বিরুদ্ধে আজ থেকে পথে নামছে তৃণমূল

আজ বেলা দু’টোয় বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের প্রতিবাদ কর্মসূচিতে হাজির থাকবেন পার্থ। পথে নামবেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরাও।

July 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পেট্রল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি, রেলে কর্মী সঙ্কোচন, বেসরকারি সংস্থাকে যাত্রী ট্রেন চালানোর সুযোগ দেওয়া ইত্যাদির প্রতিবাদে আজ, সোমবার থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। করোনাবিধি মেনে আজ সব ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজ্যের শাসকদল। রবিবার বেহালার শরৎ সদনে এ জন্য প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ বেলা দু’টোয় বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের প্রতিবাদ কর্মসূচিতে হাজির থাকবেন পার্থ। পথে নামবেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরাও।

এ বছর তৃণমূল তাদের ২১ জুলাইয়ের শহিদ দিবস কী ভাবে পালন করবে, সে ব্যাপারে আলোচনার জন্য গত শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি আজ থেকে ১০ জুলাই পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে দলের কর্মসূচি সাজিয়ে দিয়েছেন। কাল, মঙ্গলবার রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। পরদিনের প্রতিবাদের ইস্যু রান্নার গ্যাসের দামবৃদ্ধি। কোল ইন্ডিয়া, কো-অপারেটিভ ব্যাঙ্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও পথে নামবে তৃণমূল। ১১ জুলাই শনিবার থেকে ১৩ তারিখ, সোমবার — এই তিন দিন রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির প্রচার করবে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen