এখন লোকসভা ভোট হলে রাজ্যে আসন বাড়বে তৃণমূলের!

পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসন রয়েছে।

February 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
এখন লোকসভা ভোট হলে রাজ্যে আসন বাড়বে তৃণমূলের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনই যদি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, তাহলে আগের থেকে আসন সংখ্যা বাড়তে পারে তৃণমূল কংগ্রেস। এমনই ইঙ্গিত দেওয়া হল সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী, এখনই যদি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয়, তাহলে ৩০টি আসন পাবে তৃণমূল। এই সংখ্যাটা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ছিল ২৯। অর্থাৎ একটা আসন বাড়বে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসন রয়েছে।

‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা অনুযায়ী এখন ভোট হলে বিজেপি ৪০ শতাংশ ভোট শেয়ার পাবে বলে অনুমান করা হয়েছে, যা ২০১৯ সালের মতোই। অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ৫৩ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। বিজেপি ১৮টি আসন পেয়েছে, যেখানে তৃণমূল ২২টি আসন পেয়েছিল। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে ২৯টি আসন পেয়েছিল এবং বিজেপির আসন কমে ১২তে দাঁড়ায়।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে তার দল ভারতের বিরোধী ব্লকের সাথে তার আসন ভাগাভাগি প্রস্তাব প্রত্যাখ্যানের করবে এবং বাংলায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাতে দেখা যায় যে তারা লাভবানই হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen