মেদিনীপুরে অধিকারী গড়ের পতন, কাঁথি পুরসভা তৃণমূলের দখলে

বস্তুত, এই পুরভোটের শুরু থেকেই কাঁথি পুরসভার উপর বিশেষ নজর দিয়েছিল তৃণমূল

March 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কাঁথিতে ভোটগণনার শুরুটা বিজেপি-র পক্ষে ভাল হল না। কাঁথির অধিকারীগড়ে তৃণমূলের রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপি-র প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। তিনি তৃণমূলের কাছে হেরেছেন ৭৭ ভোটে।

এই ধারা চলতে থাকলে দীর্ঘ চার দশক পর কাঁথিতে পালাবদল ঘটতে চলেছে বলেই মনে করছে শাসকশিবির। বিরোধী দলনেতা শুভেন্দুর ‘গড়’ বলে পরিচিত কাঁথি শহরে যদি তৃণমূলের এমন উত্থান হয়, তা হলে শুভেন্দুর পক্ষেও তা ‘সুখকর’ নয়।

বস্তুত, এই পুরভোটের শুরু থেকেই কাঁথি পুরসভার উপর বিশেষ নজর দিয়েছিল তৃণমূল। দলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারংবার কাঁথিতে গিয়েছিলেন প্রচার করতে। কাঁথি শহরে জনসভা করে অধিকারী পরিবারকে কড়া ভাষায় আক্রমণও করেছেন তিনি। পক্ষান্তরে, শুভেন্দুর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ভোট শুরুর আগে শুভেন্দুর প্রার্থীদের ‘দেখতে’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। বুধবার ভোটগণনা শুরুর আগে মঙ্গলবারেই কাঁথি শহরে মোমবাতি মিছিল করেছিলেন ‘ভোট লুটের অভিযোগ’-এ।

প্রসঙ্গত, কাঁথি পুরসভার ভোট নিয়ে আদালতে মামলা করেছেন শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারী। তবে আদালত সেই মামলায় ভোটগণনা বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই অনুযায়ীই বুধবার ভোটগণনা শুরু হয়েছে। যাতে দেখা গেল, পরাজিত বিজেপি-র বিধায়কও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen