সংগঠন ও এলাকার উন্নয়নের ভরসায় বারুইপুর পশ্চিমে সায়নীকে লিড দেওয়ার টার্গেট কর্মীদের

বারুইপুর পশ্চিম বিধানসভায় মজবুত সংগঠন ও এলাকার উন্নয়নই তৃণমূলের মূল হাতিয়ার হতে পারে

April 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা ভোটে বারুইপুর পশ্চিম কেন্দ্রে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) জেতাতে বারুইপুর পশ্চিম (Baruipur Paschim) বিধানসভা কেন্দ্র থেকে ৬৫ হাজার ভোটের লিড দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব।

বারুইপুর পশ্চিম বিধানসভায় মজবুত সংগঠন ও এলাকার উন্নয়নই তৃণমূলের মূল হাতিয়ার হতে পারে। তৃণমূল (TMC) নেতৃত্বের একাংশের দাবি, সম্ভবত সিপিএমের সঙ্গেই এবার মূল লড়াই হবে। তৃণমূল নেতৃত্বর বক্তব্য, বিরোধীদের কোনও সংগঠনই নেই। অধিকাংশ পঞ্চায়েতেই তৃণমূলের বড় লিড হবে। বারুইপুর শহর তৃণমূলের সভাপতি সুভাষ রায়চৌধুরীর দাবি, পুরসভার ১৭টি ওয়ার্ডেই লিড দেবে তৃণমূল। বারুইপুর পশ্চিম বিধানসভায় ১০টি গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড রয়েছে। তৃণমূলের দখলে রয়েছে সবগুলোই। আম জনতাও বলছে, তৃণমূলের সাংগঠনিক শক্তিই জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর। বিজেপির কার্যত কিছুই নেই। সিপিএম কিছুটা হলেও থাকার চেষ্টা করছে। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় জনসংযোগে বরাবরই এগিয়ে থাকেন।

উনিশের লোকসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে ৩৮ হাজারের বেশি লিড ছিল তৃণমূল। ২০২১-র বিধানসভা ভোটে তা বৃদ্ধি পেয়ে ৬২ হাজারের বেশি হয়। পাশাপাশি মহিলা ভোটও বড় ভূমিকা নেবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen