তৃণমূলের কর্মী সম্মেলন: কী কী বললেন সাগরিকা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শতাব্দিরা?
কর্মী উদ্দেশ্যে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বলেন, “কোনও দল কর্মী ছাড় চলতে পারে না। কর্মীদের প্রণাম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখলেন লোকসভার জোড়াফুল সাংসদ কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শতাব্দি রায়। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
মুর্শিদাবাদের সাংসদ ইউসুফ পাঠান জানালেন, “দল যেমন বলবেন সেই দায়িত্ব সামলাতে প্রস্তুত।”
রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “দলের তৃণমূলস্তরের কর্মীদের হয়ে সংসদে লড়াই করছি।”
কর্মী উদ্দেশ্যে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বলেন, “কোনও দল কর্মী ছাড় চলতে পারে না। কর্মীদের প্রণাম। তৃণমূলে এসে সম্মান পেয়েছি, প্রয়োজনে মাথা কেটেও দিয়ে দেব দিদির হাতে।”
বীরভূমের সাংসদ শতাব্দি রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ শুনলেই দেশের নানান প্রান্তের মানুষ ঘুরে তাকায়। আলাদা সম্মান দেয়।”