কলকাতা দক্ষিণে মালার গলায় জয়ের মালা

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র দেবশ্রী চৌধুরীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৭ হাজার ২৩১।

June 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৯৮ সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসকে ঢেলে সমর্থন করেছে। বিশেষ করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বক্সী, হালফিলে মালা রায়। কলকাতা দক্ষিণে এবারও সবুজ আবিরের ছড়াছড়ি, আবারও জয়ী হলেন তৃণমূল প্রার্থী মালা রায়। রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তিন নারীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন মালা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র দেবশ্রী চৌধুরীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৭ হাজার ২৩১।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen