মিঠুন রাজনৈতিক নেতা নন, BJP-র চাপে মন্তব্য করছেন, সতীর্থকে খোঁচা তৃণমূলের শত্রুঘ্নর

নানান ইস্যুতে বাংলার শাসক দলকে আক্রমণ করতে চটুল, চোখা চোখা মন্তব্য করেন মিঠুন। এবার তাঁকে পাল্টা দিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা।

April 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদা নিজেকে নকশাল বলে পরিচয় দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী বাম-তৃণমূল ঘুরে এখন বিজেপিতে। শোনা যায়, ছেলেকে ধর্ষণের মামলা থেকে রেহাই দিতেই নাকি তাঁর বিজেপির শরণাপন্ন হওয়া। ২০২১ সালে বঙ্গে বিধনসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যান মিঠুন। তারপর থেকে নানান ইস্যুতে বাংলার শাসক দলকে আক্রমণ করতে চটুল, চোখা চোখা মন্তব্য করেন মিঠুন। এবার তাঁকে পাল্টা দিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা।

সম্প্রতি ওয়াকফ আন্দোলনকে ঘিরে অশান্তি হয়েছে মুর্শিদাবাদ। সেই ঘটনাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অভিযোগ উঠতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে। মিঠুন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রমাণ ছাড়া আলটপকা মন্তব্য করে যাচ্ছেন। এবার তাঁকে পাল্টা আক্রমণ শানালেন আসানসোলের তৃণমূল সাংসদ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, “মিঠুন চক্রবর্তী আমার বন্ধু। কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাঁকে রাজনীতিতে আনা হয়েছে। তিনি বিধায়ক নন, বা কাউন্সিলর, সাংসদও নন। তিনি একবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তাও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে। কোনও কারণে সেই মেয়াদ ও পূরণ করতে পারেননি মিঠুন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা আরও বলেন, “মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বিজেপির চাপের কারণে তাঁকে হয়তো বিদ্বেষমূলক মন্তব্য করতে হচ্ছে বা তিনি এমন মন্তব্য করতে বাধ্য হচ্ছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen