বিজেপি শাসিত কর্ণাটকে সরকারি চাকরি পেতে হলে তরুণীদের সহবাস করতে হয়! অভিযোগ কংগ্রেসের

স্বাভাবিকভাবেই এমন বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে বিজেপি

August 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ ফেসবুক/ প্রিয়াঙ্ক খাড়গে

বিজেপি শাসিত কর্ণাটকে সরকারি চাকরি পেতে হলে তরুণীদের সহবাস করতে হয়! এরকমই গুরুতর অভিযোগ এনেছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে।


এই কংগ্রেস নেতার দাবি, ‘‘সরকারি পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরি পেতে হলে তরুণীদের সহবাস করতে হয়। পুরুষদের ঘুষ দিতে হয়। এক মন্ত্রী একজন তরুণীকে চাকরি দেওয়ার শর্তে তাঁর সঙ্গে শোওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে তা প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করেন। আমার দাবির সপক্ষে এটা প্রমাণ।’’


খাড়গে আরও বলেছেন, ‘‘আমার কাছে খবর আছে, এভাবে ৬০০ পদের নিষ্পত্তি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৫০ লক্ষ ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ৩০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। সম্ভবত এইভাবে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।’’
খাড়গে ইতিমধ্যেই দাবি তুলেছেন, সরকারি চাকরিতে কী ধরনের দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। সব মিলিয়ে কর্ণাটক তোলপাড় সরকারি চাকরি নিয়ে তোলা অভিযোগের ধাক্কায়। আর স্বাভাবিকভাবেই এমন বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শুরু করেছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen