করোনার প্রকোপ কমাতে পূর্ণ লকডাউন শিলিগুড়িতে? আজ সিদ্ধান্ত

করোনার গ্রাস থেকে শিলিগুড়ি শহরকে বাঁচাতে পূর্ণ লকডাউন জারি করা হবে কিনা আজ তার সিদ্ধান্ত নেওয়া হবে।

July 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শিলিগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা চারশোর কাছাকাছি, মৃত্যু হয়েছে ১৮ জনের। শহরের ৪৭টি ওয়ার্ডের মধ্যে দু’একটি ছাড়া সব ওয়ার্ডেই সংক্রমণ ছড়িয়েছে। তাই এবার করোনার গ্রাস থেকে শিলিগুড়ি শহরকে বাঁচাতে পূর্ণ লকডাউন জারি করা হবে কিনা আজ তার সিদ্ধান্ত নেওয়া হবে। আজ উত্তরকন্যার বৈঠকে বসছে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্য দফতর।

সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জেলাশাসক এবং কোভিড হাসপাতালের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন করোনা নিয়ন্ত্রণে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়। তিনি জানান, শিলিগুড়ি শহরে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা করা হচ্ছে। কী সিদ্ধান্ত হয়, সে দিকেই তাকিয়ে শহর।

চল্লিশ জনকে ডাকা হয়েছে এই বৈঠকে। তাদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিভাগীয় কমিশনার, সৌরভ চক্রবর্তী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার এবং শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বের অনেকে। জনপ্রতিনিধি নন বা প্রশাসনিক পদে নেই, এমন নেতাদের সমাজসেবী হিসেবে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। এর বাইরে দার্জিলিং জেলার সমস্ত থানার আইসি, ওসি, এসডিও, বিডিওদেরও ডাকা হয়েছে।

এই বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে না ডাকা নিয়ে ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছে। পর্যটনমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান এই বৈঠকের বিষয়ে ওনার কিছু জানা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen