মোদীকে আগেই চিঠি লিখেছিলেন মমতা, আজ বিরোধীরা NEET নিয়ে আলোচনা চাইবে সংসদে

NEET নিয়ে উত্তাল গোটা দেশ, প্রায় ২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত আঁধারে ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে।

June 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: NEET নিয়ে উত্তাল গোটা দেশ, প্রায় ২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত আঁধারে ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে। NEET দুর্নীতির আশু তদন্ত চেয়ে এবং NEET বাতিল করে পুনরায় রাজ্যের হাতে মেডিক্যাল এন্ট্রান্স ফেরানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইন্ডিয়া জোটের সাংসদেরা NEET নিয়ে আলোচনার দাবি জানাচ্ছে।

বৃহস্পতিবার সংসদের যৌথকক্ষের ভাষণে NEET দুর্নীতির কথা কার্যত স্বীকার করেছেন রাষ্ট্রপতি। এই আবহে ইন্ডিয়া জোটের সাংসদরা NEET-র প্রশ্ন ফাঁস প্রসঙ্গে আজ শুক্রবার সংসদে আলোচনার দাবি জানাতে পারেন। আলোচনায় কি সায় দেবে কেন্দ্র নাকি শেষ এক দশকের মতো এবারেও বিরোধী কণ্ঠরোধের ধারা জারি থাকবে। কারণে বিরোধীদের দাবি এনডিএ সরকারের কাছে প্রশ্ন ফাঁস নিয়ে কোনও উত্তর নেই!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen