আজ আমেরিকা বনাম টিম ইন্ডিয়া, জিতলেই সুপার এইট নিশ্চিত কোহলিদের

টি-২০ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে রোহিতরা।

June 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আমেরিকা বনাম ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টি-২০ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে রোহিতরা। আয়ারল্যান্ডের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হারিয়েছেন বুমরাহরা। সুপার এইটে জায়গা নিশ্চিত করতে ভারতের চাই আরেকটা জয়! আজ, বুধবার নাসাউ কাউন্টি মাঠে আমেরিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। কিন্তু পাকিস্তানকে হারিয়ে নজরে এসে গিয়েছে অন্যতম আয়োজক দেশ আমেরিকা। মার্কিন মুলুকের বাইশ গজও ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল মাত্র ৩০ রানে শেষ ৭ উইকেট হারায়। ১১.২ ওভারে ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ৮৯ রানে, ১৯ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় ইনিংস।

ওপেনিংয়ে টানা দুই ম্যাচে ব্যর্থ বিরাট কোহলি। কোহলির ফর্ম নিয়ে উদ্বেগ রয়েইছে। তাঁকে তিন নম্বরে নামাতে বলছেন অনেকে। যদিও ওপেনিংয়ে কোনও বদল না হওয়ার কথা জানিয়েই দিয়েছেন রোহিত। শিবম দুবেকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সঞ্জু স্যামসনকে খেলানোর দাবি উঠছে।

দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল এখনও মাঠে নামেননি। আজকের ম্যাচেও দু’জনের খেলার সম্ভাবনা কম। যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ অবশ্যই খেলবেন। চতুর্থ পেসার হিসেবে হার্দিক পান্ডিয়া আছেন। কুলদীপ বা চাহালকে খেলাতে হলে জাদেজা বা অক্ষর প্যাটেল, কোনও একজনকে বসাতে হবে। কিন্তু ভারত আট ব্যাটারে খেলতে চাইছে।

আট ভারতীয়, দুই পাকিস্তানি, একজন ওয়েস্ট ইন্ডিয়ান, একজন নিউজিল্যান্ডার, একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ডাচকে নিয়ে আমেরিকা টিম গড়েছে। সৌরভ নেত্রভালকর, হরমিত সিং, মোনার্ক প্যাটেল, জেসি সিং, নশটুশ কেনজিগেরা জয়ের লক্ষ্যেই আজ ময়দানে নামবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen