আজ ভূত চতুর্দশী, সন্ধ্যার দীপদানে ভিলেন হবে বৃষ্টি?

October 19, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ৮.৩০: আজ, ভূত চতুর্দশী। দোরগোড়ায় আলোর উৎসব। কালীপুজো ও দীপাবলি কি মাটি করবে বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আজ, রবিবার রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের চার উপকূল সংলগ্ন জেলায় অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রবিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ থাকতে পারে।

অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২১ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর তা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলার উপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

কালীপুজোর দিন দক্ষিণের কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধ এবং বৃহস্পতিবার ভাইফোঁটার দিনেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গেও আলোর উৎসব চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen