আজ Father’s Day, জানেন কীভাবে শুরু হয়েছিল পিতৃ দিবস পালন?

১৯২৪ সালে তদানিন্তন মার্কিন প্রেসিডেন্ট দিনটি অনুষ্ঠানিকভাবে পালনে সম্মতি

June 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিশ্বজুড়ে জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় Father’s Day

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বাবাদের দিন। বিশ্বজুড়ে জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় Father’s Day, এবার ১৮ জুন দিনটি পালিত হচ্ছে। ১৯১০ সালের ১৯ জুন থেকে পিতৃ দিবস উদযাপনের শুরু, প্রথম পালিত হয়েছিল ওয়াশিংটনের স্পোকেনে শহরে। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি শুরু করেছিলেন এক কন্যা।

দিনটি উদযাপনের পিছনে মেয়ে ও তাঁর বাবার একটি মিষ্টি ভালবাসার গল্প রয়েছে। মায়ের মৃত্যুর পর ওয়াশিংটনের সেনেরো একাই বড় করেছেন তাঁর বাবা। মেয়েকে মায়ের মতোই ভালবাসা দিয়েছেন তিনি, তাঁকে সবকিছু থেকে রক্ষা করেছেন এবং যত্ন করে বড় করেছেন।

সেনেরো ডডের মা যখন মারা যান, তিনি ছিলেন একরত্তি শিশু। বাবা উইলিয়াম সেনেরোকে তাঁর জীবনে কখনও মায়ের অভাব অনুভব করতে দেননি। পরবর্তীতে মা দিবস পালন থেকে প্রভাবিত হন এবং ভাবেন বাবাদের নামেও একটা দিন থাকা উচিত। নিজ উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো পিতৃ দিবস পালন করেন সেনেরো।

১৯২৪ সালে তদানিন্তন মার্কিন প্রেসিডেন্ট দিনটি অনুষ্ঠানিকভাবে পালনে সম্মতি দেন। তারপর ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসন জুন মাসের তৃতীয় রবিবার আনুষ্ঠানিকভাবে পিতৃ দিবস উদযাপনের কথা ঘোষণা করেন। তারপর থেকে জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বে পিতৃ দিবস পালন হয়ে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen