আজ কার্তিক পুজো, হাসিনার রায়, রঞ্জিতে কী অবস্থা বাংলার, BJP-রামমোহন রায় বিতর্ক, নজর থাকবে কোন কোন খবরে?

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আজ কার্তিক পুজো

সন্তান কামনায় কার্তিক মাসের শেষ দিন দেবসেনাপতি কার্তিকের পুজো করে বাংলা। বাঁশবেড়িয়া, কাটোয়া ইত্যাদি স্থানে সর্বজনীন কার্তিক পুজো হয়। রীতিমতো উৎসবের চেহারা নেয় কার্তিক আরাধনা।

শেখ হাসিনাকে নিয়ে রায় ঘোষণা

আজ শেখ হাসিনাকে নিয়ে রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়দান পর্ব সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যমে। রায় ঘোষণার আগে থেকেই বাংলাদেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। আজ কর্মসূচির দ্বিতীয় দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক বাংলাদেশের পুলিশ বাহিনীও। সেই খবরের দিকে নজর থাকবে।

রাজা রামমোহন রায়-বিজেপি বিতর্ক

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলেছেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বিজেপিকে ‘বাংলাবিরোধী’ তকমা দিয়েছে তারা। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান। এখন দেখার তৃণমূল কোন পথে হাঁটে।

নর্দার্ন জোনাল কাউন্সিলের বৈঠক

আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নর্দার্ন জোনাল কাউন্সিলরের বৈঠকে বসতে চলেছেন। দিল্লি বিস্ফোরণের পর বার বার শিরোনামে উঠে এসেছে ফরিদাবাদ। উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আজ বৈঠক করবেন শাহ। হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন।

রঞ্জিতে বাংলা

ঘরের মাঠে দারুণ ছন্দে বাংলার রঞ্জি দল। প্রথম দিনেই অসমের আটটি উইকেট ফেলে দিয়েছেন শামিরা। সকাল ৯.৩০ থেকে শুরু ম্যাচ।

কেমন থাকবে ঠান্ডা?

রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen