রাজ্যে SIR নিয়ে তীব্র রাজনৈতিক তরজা, বিহারে মোদীর জনসভা, জগদ্ধাত্রী পুজোয় উচ্ছ্বাস, আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হরমনপ্রীতরা

October 30, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: *১. পশ্চিমবঙ্গে SIR ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি*

রাজ্যে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রাজনৈতিক টানাপোড়েন। পানিহাটিতে এক ব্যক্তির আত্মহত্যা এবং দিনহাটায় এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টার খবর ঘিরে উত্তেজনা। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ও অমিত শাহকে। বৃহস্পতিবার এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে সবার দৃষ্টি।

 

*২. বিহারে আজ নরেন্দ্র মোদীর জনসভা*

বৃহস্পতিবার ছাপরা ও মুজফফরপুরে দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশিত হতে পারে NDA-র নির্বাচনী ইস্তেহারও। বিহার বিধানসভা ভোটের প্রচারে নতুন গতি আনবে আজকের কর্মসূচি—রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর তাই সেদিকেই।

 

*৩. জগদ্ধাত্রী পুজোয় উৎসবের আমেজ*

আজ নবমী, ফলে চন্দননগর, ভদ্রেশ্বর, কৃষ্ণনগরসহ রাজ্যের বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড়। অষ্টমীর রাতে যেমন শহর জমজমাট ছিল, তেমনই আজ সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বেড়েছে। বৃষ্টি ও প্রাকৃতিক বাধা উপেক্ষা করে ভক্তদের ঢল নামছে প্রতিমা দর্শনে।

 

*৪. ঘূর্ণিঝড় মান্থার প্রভাব: সতর্ক রাজ্য প্রশাসন*

ঘূর্ণিঝড় ‘মান্থা’ এখন গভীর নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আজ ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগের দিকেই নজর থাকবে দিনভর।

 

*৫. মেয়েদের ODI বিশ্বকাপে আজ সেমিফাইনালে লড়াই*

আজ দুপুর তিনটে থেকে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। ফাইনালে যাওয়ার লড়াইয়ে উত্তেজনার পারদ চড়ছে। ক্রিকেটপ্রেমীদের চোখ আজ থাকবে নভি মুম্বইয়ের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen