অজি ঝড়ে উড়ে গেল ভারত! অলিম্পিকে হকিতে শোচনীয় হার

ভারতীয় হকির জন্য অলিম্পিক্সে একটা লজ্জাজনক দিন হয়ে থাকল রবিবার।

July 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় হকির জন্য অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) একটা লজ্জাজনক দিন হয়ে থাকল রবিবার। কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পারফরম্যান্স একেবারে তলানিতে নেমে আসল!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেই রবিবার পুল ‘এ’ র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মনপ্রীত সিং অ্যান্ড কোং। কিন্তু বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দিল ভারতকে!

এদিন ওই হকি স্টেডিয়ামে ভারতের হয়ে একমাত্র গোলটি করলেন দিলপ্রীত সিং। অস্ট্রেলিয়ার হয়ে গোলে অবদান রাখলেন টিম ব্র্যান্ড, ড্যানিয়েল জেমস, অ্যান্ড্রিউ অগিলভি, জেরেমি থমাসরা।

এদিন ওই হকি স্টেডিয়ামে ভারতের হয়ে একমাত্র গোলটি করলেন দিলপ্রীত সিং। অস্ট্রেলিয়ার হয়ে গোলে অবদান রাখলেন টিম ব্র্যান্ড, ড্যানিয়েল জেমস, অ্যান্ড্রিউ অগিলভি, জেরেমি থমাসরা। স্কোরলাইনই বলে দিচ্ছে যে ভারত এদিন কার্যত খেলতেই পারেনি অজিদের সামনে। রুদ্ধশ্বাস অস্ট্রেলিয়ার আছে নীল জার্সিধারীদের অসহায় আত্মসমর্পণ করতে হলো এদিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen