অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে ভারতীয় পতাকা মেরি কম, মনপ্রীতের হাতে

দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান।

July 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা অতিমারির কারণে বহু মানুষকে হারিয়েছে এই পৃথিবী। তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়ে শুরু হল এ বারের অলিম্পিক্সের (Olympics) উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। গত বছর হওয়ার কথা থাকলেও করোনার জন্যই পিছিয়ে যায় অলিম্পিক্স। বহু অপেক্ষার পর শুক্রবার থেকে শুরু হল সেই প্রতিযোগিতা।

দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভিলেজের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় শেষ মুহূর্তেও অলিম্পিক্স বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্বস্তি দিল ক্রীড়াপ্রেমীদের মনে।

জাপানের (Japan) অক্ষর অনুযায়ী মার্চ পাস্টে অংশ নেয় দেশগুলি। ভারতের হয়ে পতাকা ধরেছিলেন বক্সার মেরি কম (Mary Kom) এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ (Manpreet Singh)। এ বারের অলিম্পিক্সে এক জন পুরুষ এবং এক জন মহিলা পতাকা নিয়ে ঢোকার অনুমতি পেয়েছিল। ভারতীয় প্রতিযোগীরা খাকি রঙের পোশাক পরে মার্চ পাস্টে অংশ নেন। তাঁদের গায়ে ছিল নীল রঙের ব্লেজার। ভারত থেকে ১২৭ জন প্রতিযোগী এ বার অংশ নিয়েছেন। এই নিয়ে অলিম্পিক্সে ২৫ বার অংশ নিল ভারত।

জাপানে যদিও অলিম্পিক্সের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সাধারণ মানুষের দাবি এই প্রতিযোগিতা বন্ধ করার। তাঁদের আশঙ্কা এই প্রতিযোগিতা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দেবে জাপানে।

কিছু কিছু খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ভারতের তিরন্দাজ দল বাছাই পর্বে অংশ নিয়েছিল। সেখানে মহিলাদের বিভাগে নবম স্থান পেয়েছেন দীপিকা কুমারী। পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজ পেয়েছেন ৩১তম (প্রবীণ যাদব), ৩৫তম (অতনু দাস) এবং ৩৭তম (তরুণদীপ রাই) স্থান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen