ব্রোঞ্জ কেড়ে নেওয়া হল ভারতের, প্যারালিম্পিক্সে মুখ পুড়ল দেশের

সোমবার জানিয়ে দেওয়া হল প্যারালিম্পিক্সের এই ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতাই নেই বিনোদের।

August 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টোকিয়ো প্যারালিম্পিক্সে মুখ পুড়ল ভারতের। বিনোদ কুমারের জন্য কলঙ্কিত হল ভারতের ক্রীড়াজগত। ডিসকাস থ্রোয়ে রবিবার ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেই ইভেন্টে অংশ নেওয়া অন্য দেশের প্রতিযোগীরা আপত্তি জানান বিনোদের যোগ্যতা নিয়ে। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানান পদক দেওয়ার আগে ফের পর্যালোচনা করা হবে। সোমবার জানিয়ে দেওয়া হল প্যারালিম্পিক্সের এই ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতাই নেই বিনোদের।

সোমবার সকাল থেকেই একের পর পদক জয় গর্বিত করেছিল দেশকে। তার মাঝেই বিনোদের ঘটনা। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানান, ডিসকাস থ্রোয়ের এফ ৫২ বিভাগে অংশ নেওয়ার যোগ্যতাই নেই বিনোদের। এই বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। তার পরেই শুরু হয় বিতর্ক।

৪১ বছরের সেনাকর্মী বিনোদ রবিবার ১৯.৯১ মিটার দূরে ডিসকাস ছুড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু এই বিভাগে প্রতিবন্ধার যে মান থাকা দরকার বিনোদের তা ছিল না। সেই জন্য কেড়ে নেওয়া হল তাঁর পদক।

বিনোদের এই কাজে তিনি যেমন কলঙ্কিত হলেন, সেই সঙ্গে গোটা দেশেরও বদনাম হল। কী ভাবে বিনোদ বিশ্ব মঞ্চে এই ইভেন্টে অংশ নিতে পারলেন। সেই যোগ্যতা নির্ণয় কারা করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen