প্রয়াত ‘আলো’ সিনেমা খ্যাত অভিনেত্রী শ্রাবণী বণিক, শোকস্তব্ধ টলিউড
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বছরশেষে টলিউডে ফের নক্ষত্রপতন । ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে হার মানলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবণী বণিক (Shraboni Bonik)। ছোটপর্দা থেকে বড়পর্দা, কিংবা নাটকের মঞ্চ, সর্বত্রই ছিল যাঁর অবাধ বিচরণ। সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডের স্টুডিও পাড়ায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মারণ রোগ ফুসফুসের ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অভিনেত্রী। রাজারহাটের একটি ক্যানসার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হল না। সপ্তাহের প্রথম দিনেই এল দুঃসংবাদ।
শ্রাবণী বণিক ছিলেন একাধারে দক্ষ এবং জনপ্রিয় অভিনেত্রী। কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের ‘আলো’ এবং ‘চাঁদের বাড়ি’-র মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। পাশাপাশি ছোটপর্দাতেও তিনি ছিলেন সমান সাবলীল। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। বছরশেষে তাঁর এই অকাল প্রয়াণ নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি।