কেমন দেখতে শুভশ্রীর একরত্তি রাজকন্য়াকে? দেখুন ইয়ালিনির প্রথম কিছু ঝলক

আদর করে তার নাম রাখা হয়েছে ইয়ালিনি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইয়ালিনির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি রাজ দম্পতি।

January 13, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নভেম্বরের শেষের দিকে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে একরত্তি শিশুকন্যা। আদর করে তার নাম রাখা হয়েছে ইয়ালিনি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইয়ালিনির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি রাজ দম্পতি।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

যাইহোক, রাজ-শুভশ্রী ঘরানার একরত্তি ইয়ালিনিকে কার মতো দেখতে?

অবশেষে ইয়ালিনির কিছু ঝলক দেখালেন অভিনেত্রী শুভশ্রী। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ালিনির একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে রাজের কোলে এই খুদে রাজ কালো রঙের টি-শার্ট ও ধূসর রঙের প্যান্ট পরে রয়েছেন। যদিও তার মুখ দেখা যাচ্ছে না, বরং তাঁর দুটো ছোট ছোট পা দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন ‘শুভ সকাল’।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

প্রতিক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মেয়ের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন শুভশ্রী। বাবার কোলে ছোট্ট ইয়ালিনি। ছবিটি পিছন থেকে তোলা।

ইয়ালিনি শব্দের অর্থ সংগীত, সুর। মা সরস্বতীর আরেক নাম ‘ইয়ালিনি’। এই শব্দটি তামিল ভাষা-ভাষীদের মধ্যে বেশি প্রচলিত।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

মাত্র একমাস রাজ-শুভশ্রীর মেয়ের বয়স। এই একরত্তি দেখার অপেক্ষার প্রহর গুনছিলেন অনুরাগীরা। দ্বিতীয় প্রেগন্যান্সির সময় বড় পর্দায় শুভশ্রীকে সেভাবে দেখা যায়নি। তবে জানা যাচ্ছে যে, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প ছবি বাবলিতে তিনি কামব্যাক করবেন। তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ‍্যায়কে।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

কিছুদিন আগে নিজেরস্ক্রিপ্টের ছবি ইস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছিলেন শুভশ্রী। আর এবার সেই লুক সেট করতে গেলেন নায়িকা। শীঘ্রই যে এই ছবির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

কাজের চাপের মাঝেও ছেলে-মেয়েকে খেয়াল রাখছেন শুভশ্রী। ইয়ালিনিকে দেখাশোনার পাশাপাশি, ছেলে ইউভানকেও সময় দিচ্ছেন নায়িকা।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real

তাঁর ইস্ট্রাগ্রামের পোস্ট থেকে জানা যাচ্ছে, আবাসনের পার্ক থেকে স্কুলে নিয়ে যাওয়াল, নিয়ে আসাসবটাই একহাতে সামলাচ্ছেন অভিনেত্রী।

ছবি সৌজন্যে: instagram/@subhashreeganguly_real
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen