হট অ্যন্ড বোল্ড লুকে সমাজ মাধ্যমে আগুন ঝরালেন উষসী রায়, দেখুন ছবি

বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন ঊষসী রায়।

February 2, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘বকুল’। বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন ঊষসী রায়। বিভিন্ন সময় শেয়ার করেন তাঁর একাধিক ফটো শ্যুটের ঝলক।

ছোট টেলি পর্দায় যতবারই হাজির হয়েছেন একেবারে ঘরোয়া লুকেই দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু, ইনস্টা হ্যান্ডেলে একেবারে ‘হট অ্যন্ড বোল্ড’ লুকে ধরা দেন উষসী।

সম্প্রতি বেশ কয়েকটি বোল্ড ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ঊষসী। সেই পোস্টে মুহূর্তের মধ্যে পড়েছে হাজার হাজার লাইক, কমেন্টস।

কালো রঙা একটি লং থাই স্প্লিট সিক্যুইন ড্রেসেও ধরা দিয়েছেন ঊষসী রায়। সঙ্গে রয়েছে মানানসই স্মার্ট কানের দুল। হাত ও গলা রয়েছে ফাঁকা।

বহু অনুরাগীরা ঊষসীর ছবিগুলিতে উষ্ণ কমেন্ট করেছেন। আবার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

জানা গিয়েছে, ‘মিলন তিথি’ সিরিয়ালে ‘অহনা’ চরিত্রের মাধ্যমে অভিনয় জীবনের শুরু ঊষসী রায়ের।

এরপর তাঁর জীবনের টার্নিং পয়েন্ট ‘বকুল কথা’ ধারাবাহিক। এখানে তাঁর ‘বকুল’ চরিত্র সকলের মন ছুঁয়ে যায়।

এছাড়াও জি বাংলায় ‘কাদম্বিনী’ ধারাবাহিকে বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ‌্যায়ের চরিত্রে আত্মপ্রকাশ করে অনুরাগীদের হতবাক করে দেন ঊষসী রায়।

‘টুরু লাভ’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘ব্যোমকেশ চোরাবালি’, ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-র মতো একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

তবে এই মুহূর্তে ছোট পর্দা থেকে একটু দূরেই রয়েছেন উষসী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen