গরম পড়তে না পড়তেই টপলেস অবতারে ফটোশুটে মেতেছেন টলিউডের অভিনেত্রীরা

পরিবর্তন আসতে শুরু করেছে মানুষের পোশাক-আশাকেও।

March 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
গরম পড়তে না পড়তেই টপলেস অবতারে ফটোশুটে মেতেছেন টলিউডের অভিনেত্রীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদায় নিয়েছে শীত, গ্রীষ্মকাল এখন‍ও শুরু না হলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে পরিবর্তন আসতে শুরু করেছে মানুষের পোশাক-আশাকেও। শীতের ভারী-মোটা কাপড়ের বদলে ওয়্যারড্রোবে জায়গা করে নিতে শুরু করেছে আরামদায়ক পাতলা সুতির কাপড়ের পোশাক।

আর এরই মধ্যেই টপলেস অবতারে ফটোশুটে মেতেছেন একের পর এক অভিনেত্রী। অনাবৃত শরীরের উপরিভাগ ফুলে ঢেকে লেন্সবন্দি হচ্ছেন জনপ্রিয় নায়িকারা। ছোটপর্দা থেকে বড়পর্দা, চিত্রটা সর্বত্র একই। মানসী সেনগুপ্ত, সোহিনী সরকারের পর এবার তালিকায় নাম লেখালেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

সোশ্যাল মিডিয়ায় তাঁর টপলেস ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি দেবচন্দ্রিমার একটি ছবিতে চোখ আটকেছে নেটিজেনদের। একগোছা হলুদ গোলাপ দিয়ে উর্দ্ধাঙ্গ ঢেকেছেন তিনি। নিম্নাঙ্গে ফেডেড জিন্স। পিঠ ছড়ানো খোলা চুল আর নো মেকআপ লুকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে দেবচন্দ্রিমাকে। টপলেস ট্রেন্ডে তাঁকেও গা ভাসাতে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen