আগামীকাল সাক্ষী থাকবে বনগাঁ, মমতার সমর্থনে BJP-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ মতুয়া: তৃণমূল

November 24, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: আগামীকাল বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে মাতুয়া সম্প্রদায়, এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। সোমবার দলের তরফে করা এক টুইটে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বছরের পর বছর ধরে বিজেপি মাতুয়া সম্প্রদায়কে (Matua community) নাগরিক হিসেবে নয়, বরং ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। টুইটে লেখা হয়েছে, “আগামীকাল বনগাঁ সাক্ষী থাকবে, মাতুয়া সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চালানো সবচেয়ে লজ্জাজনক ও ঠান্ডা মাথার চক্রান্তের প্রতিবাদে।”

তৃণমূলের বক্তব্য, “বছরের পর বছর ধরে বিজেপি আমাদের মাতুয়া ভাই-বোনদের নাগরিক হিসেবে নয়, মানুষ হিসেবেও নয়, বরং ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে- প্রতারণা করেছে, শোষণ করেছে, প্রয়োজনে ফেলে রেখেছে। আসুন এই প্রতারণার ধারাবাহিকতা একে একে দেখে নিই- অমিত শাহ দম্ভভরে বাংলায় এসে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটে কোনও সুবিধা না পেয়ে বিজেপি নিয়ম তিন বছর ধরে কার্যত ঠান্ডা ঘরে রেখে দিল।
এরপর ২০২৪ সালের নির্বাচনের ঠিক আগে আচমকাই নিয়ম জারি করা হলো- শুধুমাত্র রাজনৈতিক সুযোগসন্ধানের কারণে।”

তৃণমূলের তরফে আরও বলা হয়েছে, “অমিত শাহ নিজেই প্রকাশ্যে বলেছেন- যারা ভারতে জন্মায়নি, তাদের চিহ্নিত, বাদ এবং বহিষ্কার করা হবে। আর দিল্লি থেকে ভয় দেখানোর পাশাপাশি, স্থানীয় বিজেপি এজেন্টরা ভুয়ো সিএএ ক্যাম্প চালাচ্ছে এবং ‘নাগরিকত্বের নিশ্চয়তা’-র নামে মানুষকে ঠকিয়ে টাকা তুলছে।”

টুইটে আরও অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে একযোগে বিজেপি (BJP) এসআইআর (SIR) প্রক্রিয়া চালু করেছে, যার মাধ্যমে মাতুয়াদের “অবৈধ অভিবাসী” হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। তৃণমূলের (TMC) দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে বৃহৎ সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen