পাহাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়, ছন্দে ফিরছে উত্তরবঙ্গ

October 21, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: দুর্যোগ কাটিয়ে ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। পাহাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়। সাফ কথায়, বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প (North Bengal Tourism)। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ভালই ভিড় জমেছে।

পাহাড়ে টানা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের কারণে বহু বুকিং বাতিল হয়। অনেক পর্যটক বেড়াতে এলেও ভ্রমণসূচি সংক্ষিপ্ত করেছেন। দুর্গাপুজোর পর রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। ধাক্কা খায় পর্যটন।

আবহাওয়া স্বাভাবিক হতেই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা। দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ি ও সিকিমের গ্যাংটক, লাচুং, ইউমথাং, গুরুদোংমার, সেভেন সিস্টার্স ফল্‌সের মতো জায়গায় ইতিমধ্যেই ডিসেম্বরের বুকিং চলছে। দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকশো হোটেল ও হোম স্টে ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে শীতের মরশুমের জন্য। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় থাকবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। ডিসেম্বরের শুরুতে আরও বেশি পর্যটক পাহাড়মুখী হবেন। শীতের ছুটিতে পাহাড়ে ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।

সব মিলিয়ে দুর্যোগের ধাক্কা কাটিয়ে আবার প্রাণ ফিরছে পাহাড়ে। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর দিকে দিকে সংস্কার, মেরামতির কাজ চলছে। কেন্দ্র মুখ ফিরিয়ে নিলেও ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। পাহাড়ের পুনর্জীবন দেখে খুশি পাহাড়বাসী ও পর্যটকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen