রাজ্য পর্যটন শিল্পে মাইল ফলক! চালু ট্যুরিস্ট গাইড কোর্স, জেনে নিন পাঠ্যক্রমের খুঁটিনাটি

এবার থেকে দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য উন্নত পরিষেবা প্রদানের জন্য চালু হয়েছে ট্যুরিস্ট গাইড কোর্স।

March 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় পর্যটকদের ট্যুরিস্ট গাইডের অভাব পূরণ করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। এবার থেকে দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য উন্নত পরিষেবা প্রদানের জন্য চালু হয়েছে ট্যুরিস্ট গাইড কোর্স।

জেলা পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুটি ভাগে কোর্সটি করা যাবে। প্রথমত, একটি বেসিক কোর্স। তারপর অ্যাডভান্সড ট্যুরিস্ট গাইড কোর্স। বেসিক কোর্স সম্পূর্ণ করার পর পড়ুয়ারা অ্যাডভান্সড কোর্স করতে পারবেন। প্রতিটি ট্যুরিস্ট গাইড কোর্সের সময়সীমা রাখা হয়েছে ২১০ ঘন্টা। প্রশিক্ষণ সঠিকভাবে হচ্ছে কিনা তা জানতে পড়ুয়াদের কোনও পর্যটন কেন্দ্রগুলোতে পাঠানো হবে। সেখানে পর্যটকদের সঠিক তথ্য জানাতে ছাত্ররা সক্ষম কি না, তা পরীক্ষা করা হবে। কোর্স শেষের উত্তীর্ণ ছাত্রদের শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও তাদের একটি ব্লেজার, টুপি এবং হুইসল দেওয়া হবে। পরিশেষে তাদের নাম এবং মোবাইল নম্বর পর্যটন দপ্তরের অফিসিয়াল পোর্টালে দেওয়া থাকবে। যাতে চাকরির সুযোগ বাড়ে।

বেসিক কোর্সটির জন্য মাধ্যমিক পাশ এবং অ্যাডভান্সড কোর্সের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবেন। যারা বেসিক কোর্স শেষ করে ৩ বছর কাজ করবেন, তাদের জন্য ভেটেরান ট্যুরিস্ট গাইড কোর্সও থাকবে।

এই কোর্স পর্যটকদের অভিজ্ঞতার পাশাপাশি রাজ্যের নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগও হবে বলে মনে করা হচ্ছে। এই কোর্সটির প্রতি তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন কলেজে এই কোর্সটি ইতিমধ্যে চালু হয়েছে, যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বনোয়ারিলাল ভালোটিয়া কলেজে ৭১ জন পড়ূয়া ইতিমধ্যে ভর্তি হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ভারতের পর্যটন তালিকায় পশ্চিমবঙ্গের স্থান অষ্টম এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য তৃতীয় স্থানে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen