আনলক ১ – মূর্তি নদীর তীরে পর্যটকদের ভিড়

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তি। রবিবার ছুটির দিন ও আবহাওয়া ভালো থাকায় সকাল থেকেই প্রচুর লোকজন ভিড় জমান সেখানে।

June 29, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তি। রবিবার ছুটির দিন ও আবহাওয়া ভালো থাকায় সকাল থেকেই প্রচুর লোকজন ভিড় জমান সেখানে। মানুষের সমাগম হওয়ায় এদিন মূর্তিতে বেশকিছু দোকানপাট খুলেছে। পাশাপাশি টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে হাজির হন চালকরাও।
এদিন মূর্তি নদীর ধারে বসে গল্প করতে, শুকনো খাবার খেতে, নদীর জলে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায় অনেককেই। তবে অনেকের মুখেই মাস্ক ছিল না। করোনা সংক্রমণের কারণে এতদিন সেরকমভাবে মানুষের দেখা মিলছিল না মূর্তিতে। অবশেষে মূর্তিতে লোকজন আসতে শুরু করায় খুশি স্থানীয় দোকানদার ও টোটো চালকরাও।

আনলক ১ – মূর্তি নদীর তীরে পর্যটকদের ভিড়


স্থানীয় বাসিন্দা বাপন রায় বলেন, ‘৮ জুনের পর থেকে মূর্তিতে অল্পকিছু মানুষ আসতে শুরু করেছে। এদিন সকাল থেকেই আবহাওয়া ভালো থাকায় অনেকেই ভিড় জমান মূর্তিতে। তবে পর্যটক বা বাইরের লোকজন বেশি আসছেন না। কিন্তু ডুয়ার্স সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন। রবিবার বহু মানুষ এসেছে মূর্তিতে।’
এদিকে, ধীরে ধীরে মূর্তি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করায় আশার আলো দেখছেন মূর্তির ব্যবসায়ী সহ টোটো  চালকরা। মূর্তির এক টোটো চালক রহিদুল ইসলাম বলেন, ’এদিন আবহাওয়া ভালো থাকায় অনেকেই মূর্তিতে এসেছেন।’ মূর্তির এক দোকানদার মদন রাই বলেন, ’রবিবার প্রথম মূর্তিতে দোকান দিয়েছি। ব্যবসাও ভালোই হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen