অশনি সংকেত, নিম্নচাপের চোখরাঙানিতে ভাসবে প্রাকপুজোর বাজার?

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

September 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অশনি সংকেত, নিম্নচাপের চোখরাঙানিতে ভাসবে প্রাকপুজোর বাজার? ফাইল ছবি। সৌজন্যে: Social XYZ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষার স্পেল আর শেষ হচ্ছে না! হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর। বঙ্গোপসাগরে ফের চোখরাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ফের ভেসে যেতে পারে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যদিও তাপমাত্রার কোনও হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মত দিয়েছে হাওয়া অফিস।

সপ্তাহান্তে জোড়া নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সোমবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা ভিজতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

আন্দোলন, লাগাতার মিছিল, মিটিঙের পর একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে পুজোর বাজার। হাতিবাগান, গড়িয়াহাট, নিউমার্কেটের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কিন্তু নিম্নচাপের ভ্রুকুটিতে ফের আতঙ্কিত ব্যবসায়ীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen