ডিজিটাল লেনদেনের চার্জ মকুবের আর্জি ব্যবসায়ীদের সংগঠনের

শেয়ার বাজার, বিমা বা টেলিকম পরিষেবা নিয়ন্ত্রণ করতে যেমন বোর্ড তৈরি হয়েছে, তেমনভাবেই স্বনিয়ন্ত্রিত সংস্থা গড়ে লেনদেনে অনুশাসন বাড়ানো হোক।

February 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় সরকার নগদ লেনদেনে রাশ টানতে চাইছে। ডিজিটাল লেনদেনই এখন দেশের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ডিজিটাল লেনদেন বাবদ চার্জ বা খরচ মকুবের দাবি তুললেন ব্যবসায়ীরা। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের দাবি, পেমেন্টস রেগুলেশন বোর্ড গঠন করুক সরকার। শেয়ার বাজার, বিমা বা টেলিকম পরিষেবা নিয়ন্ত্রণ করতে যেমন বোর্ড তৈরি হয়েছে, তেমনভাবেই স্বনিয়ন্ত্রিত সংস্থা গড়ে লেনদেনে অনুশাসন বাড়ানো হোক।

কনফেডারেশনের মতে, সরকার এমনকিছু আর্থিক ছাড় বা ইনসেনটিভ দিক, যা ব্যবসায়ীদের উৎসাহ বাড়াবে। নিয়ন্ত্রক বোর্ড গড়ার ফলে প্রতারণা ও আর্থিক হয়রানিতেই লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen