রাসের প্রাক্কালে রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোপাল বান্ধব পাঠশালার গোষ্ঠ শোভাযাত্রা আয়োজিত হল

ছোটদের শ্রীকৃষ্ণ, বলরাম-সহ নানা দেবদেবী সাজিয়ে সপ্তাহব্যাপী নগর পরিক্রমা শুরু করেছিলেন গোপালচন্দ্র।

November 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রায়গঞ্জে আয়োজিত হল গোষ্ঠের শোভাযাত্রা। শতাব্দী প্রাচীন স্কুল থেকে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী গোষ্ঠ। যা গোপাল বান্ধব পাঠশালার গোষ্ঠ নামে পরিচিত। পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল ১৯১৫ সালে অবিভক্ত দিনাজপুরের রাইগঞ্জ বন্দর এলাকায় নিজের বাড়িতে স্কুল খোলেন। ১৯২৫ নাগাদ দিনাজপুরের জমিদারদের বাড়িতে গোষ্ঠলীলা উৎসব দেখে মোহিত হন গোপালচন্দ্র। গোপালচন্দ্র নিঃসন্তান ছিলেন। পুত্রলাভের কামনায় গোষ্ঠ উৎসবের মানত করেন শ্রীকৃষ্ণের কাছে। ১৯২৭ সালে খুদে পড়ুয়া ও এলাকার কিছু মানুষকে নিয়ে বাড়ির স্কুল প্রাঙ্গণ থেকে গোষ্ঠলীলা উৎসবের সূচনা করেন তিনি। পরের বছরই সন্তান লাভ করেন গোপালচন্দ্র। তখন থেকে গোষ্ঠ চলে আসছে। যা গোপাল বান্ধব পাঠশালা গোষ্ঠ নামে পরিচিত। ছোটদের শ্রীকৃষ্ণ, বলরাম-সহ নানা দেবদেবী সাজিয়ে সপ্তাহব্যাপী নগর পরিক্রমা শুরু করেছিলেন গোপালচন্দ্র।

পাঠশালা ও গোষ্ঠ কমিটির উদ্যোগে প্রতিবছর শোভাযাত্রা হয়। এদিন বিশিষ্টরা উপস্থিত ছিলেন শোভাযাত্রায়। শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ছৌ নৃত্য হয়েছে। বাচ্চারা দেব, দেবী সেজে অংশ নিয়েছে।গোপালচন্দ্রের বিদ্যালয়ের আর অস্তিত্ব নেই। ২০০৯ সালে পড়ুয়া ও পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে যায় স্কুল। তবে এখনও বাড়িটি গোপাল বান্ধব পাঠশালা নামেই পরিচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen