পয়লা বৈশাখে গোবরডাঙ্গায় শুরু হল ঐতিহ্যবাহী গোষ্ঠ বিহার মশলা মেলা

১৮২২ সালে গোবরডাঙ্গা জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় জমিদার খেলারাম মুখোপাধ্যায় এই মশলা মেলার প্রচলন ঘটিয়েছিলেন।

April 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঐতিহ্যবাহী মশলা মেলা। ছবি সৌজন্যেঃ: নিউজ ১৮ বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা বৈশাখে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় শুরু হল ঐতিহ্যবাহী মশলা মেলা।
১৮২২ সালে গোবরডাঙ্গা জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় জমিদার খেলারাম মুখোপাধ্যায় এই মশলা মেলার প্রচলন ঘটিয়েছিলেন। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকরা জমির উৎপাদিত ফসল বিক্রি করবেন ও ফসল বিক্রি করে জমিদারের খাজনা মেটাবেন, সেই উদ্দেশ্যেই মেলার প্রচলন হয়েছিল। মেলার নাম দেওয়া হয়েছিল গোষ্ঠ বিহার মশলা মেলা। আজ জমিদারি প্রথা অবলুপ্ত। খাজনা দেওয়ার রীতিও নেই। কিন্তু ২০১ বছর ধরে চলে আসছে মেলা। ২০২৩ সালে মশলা মেলা ২০১ বছরে পা দিল।

নববর্ষের প্রথম দিন ভোর তিনটে থেকে বেচাকেনা আরম্ভ হয়। নানান প্রান্ত থেকে কৃষকরা জমির উৎপাদিত ফসল বিক্রি করার জন্য মেলায় নিয়ে আসেন। বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতাও আসেন। বছরের প্রথম দিন পাইকারি বেচাকেনা হলেও, পরবর্তী দিনগুলোতে খুচরো মশলার হাট চলে। অনেকে বহু দিনের মশলা কিনে নিয়ে যান এখান থেকে, গতকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই মশলা মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সব ধরণের মশলাই এখানে পাওয়া যায়। মশলা মেলার পাশাপাশি মেলায় অন্যান্য জিনিসের বিকিকিনি চলে। বিনোদনের নানান ব্যবস্থা থাকে। ঐতিহ্যবাহী এই মেলা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen