সেজে উঠছে কোচবিহারের রাস উৎসব, মঞ্চ কাঁপাতে আসবেন একঝাঁক শিল্পী
রাসমেলা মাঠের অনুষ্ঠানে আসবেন মুম্বই ও কলকাতার সনাধন্য শিল্পীরা। এছারাও এখানে প্রতিদিন প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত থাকছে টক শো।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজো-কালীপুজো পর কার্তিক পূর্ণিমায় কোচবিহারে উদযাপিত হয় রাস উৎসব। কোচবিহারবাসী এখন মেতেছেন রাস উৎসবের প্রস্তুতিতে। রাজ আমল থেকে বৈরাগীদিঘির পাড়ে মদনমোহনবাড়িতে চলে আসছে রাস উৎসব। লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এখানে। টানা ১৫ দিন মদনমোহন মন্দির ও রাসমেলার মাঠ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে জমজমাট থাকে। ইতিমধ্যেই মদনমোহন মন্দির প্রাঙ্গণে মঞ্চ বাঁধার কাজ চলছে। এখানে কলকাতা থেকে আসছে যাত্রা, নানান জায়গা থেকে আসছে কীর্তনের দল। ভাওয়াইয়া গান ছাড়াও ভক্তিগীতি, ভাগবত পাঠ, গীতা পাঠ সব কিছুরই আয়োজন করা হয় এখানে। রাসমেলা মাঠের অনুষ্ঠানে আসবেন মুম্বই ও কলকাতার সনাধন্য শিল্পীরা। এছারাও এখানে প্রতিদিন প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত থাকছে টক শো। এতে থাকছেন শিল্পী, সাহিত্যিক, গবেষক এবং সাংবাদিকরা।
কোচবিহার পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, রাস উৎসবের উদ্বোধন হবে ১৬ নভেম্বর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কোচবিহার রাসমেলার প্রস্তুতি। রাসমেলার দিনগুলিতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থাও করা হচ্ছে। মদনমোহন মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মদনমোহন মন্দিরে যাত্রা, কীর্তন সহ বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া থেকে যোগ দেবে কীর্তনের দল। হুগলির বিখ্যাত বাউলের দলও থাকবে এখানে। রাসমেলা মঞ্চে প্রতিদিন সাড়ে ৭টা থেকে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান হবে। আগামী ১৬-৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠানগুলি।