দুর্গাপুজোয় যান নিয়ন্ত্রণ: তৃতীয়া থেকে কড়াকড়ি, দশমী ও লক্ষ্মীপুজোতেও বিধিনিষেধ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৩০: উৎসবের মরসুমে কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে এই নিয়ন্ত্রণ, যা চলবে দুর্গাপুজোর দশমী ও লক্ষ্মীপুজোর নিরঞ্জন পর্যন্ত।
২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতায় কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে-যেমন গ্যাস, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, মাছ ও ফলবাহী যান।
২৫ সেপ্টেম্বর তৃতীয়া থেকে শুরু হবে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ। ওই দিন সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। এরপর প্রতিদিন কিছু সময়ের জন্য যান নিয়ন্ত্রণ থাকবে:
- চতুর্থী (২৬ সেপ্টেম্বর): সকাল ৬টা – রাত ২টা
- পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা – রাত ২টা
- ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৮টা – রাত ৩টা
- সপ্তমী (২৯ সেপ্টেম্বর): সকাল ৮টা – পরদিন ভোর ৪টা
- অষ্টমী (৩০ সেপ্টেম্বর): সকাল ৭টা – পরদিন ভোর ৪টা
- নবমী (১ অক্টোবর): সকাল ৮টা – পরদিন ভোর ৪টা
১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়িগুলিকে দুপুর ৩টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বন্দরে যাতায়াতকারী গাড়িগুলির জন্য ছাড় থাকবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
২ অক্টোবর দশমী থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জনের সময়কাল। ওই দিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। একইভাবে ৩-৫ অক্টোবর পর্যন্ত চলবে নিয়ন্ত্রণ। ৫ অক্টোবর ত্রয়োদশীতে সকাল ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।
লক্ষ্মীপুজোর প্রতিমা নিরঞ্জনের দিন-৭ ও ৮ অক্টোবরেও সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত একই বিধিনিষেধ কার্যকর থাকবে।
পুজোর দিনগুলিতে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সাধারণ মানুষের ভিড় সামলাতে বেশ কিছু রাস্তাকে একমুখী করে দেওয়া হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, এই পদক্ষেপগুলি জননিরাপত্তা ও উৎসব নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যাতায়াতের পরিকল্পনা আগে থেকে করে নিতে এবং অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করে চলাচল করতে।