ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভে লক্ষ্মীলাভ, কত আয় হল?

শনিবার ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ চালাল পুলিশ। আরামবাগ মহকুমাজুড়ে গোটা দিনের অভিযানে এক লক্ষেরও বেশি টাকা জরিমানা আদায় হয়েছে। অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপারের নির্দেশমতো মহকুমাজুড়ে অভিযান চালানো হয়। যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

February 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ চালাল পুলিশ। আরামবাগ মহকুমাজুড়ে গোটা দিনের অভিযানে এক লক্ষেরও বেশি টাকা জরিমানা আদায় হয়েছে। অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপারের নির্দেশমতো মহকুমাজুড়ে অভিযান চালানো হয়। যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মহকুমার প্রত্যেকটি থানা এলাকায় সাতটি পয়েন্টে নাকা চেকিং করা হয়। আরামবাগ থানায় চারটি পয়েন্টে, খানাকুল থানায় একটি ও গোঘাট থানার দু’টি জায়গায় নাকা চেকিং করা হয়। ট্রাফিক আইন ভঙ্গকারী ১১৩ জনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় পুলিশ। এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। আরামবাগ থানায় আদায় হয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। গোঘাট থানা জরিমানা আদায় করেছে ৩৪ হাজার ৫০০ টাকা। খানাকুল থানা থেকে ৩৭০০ টাকা ও পুরশুড়া থানার পুলিশ চার হাজার টাকা আদায় করেছে। জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েও পুলিশ ছ’জনকে গ্রেপ্তার করেছে। বোর্ড মানি প্রায় ১৪০০ টাকা উদ্ধার হয়েছে। চোলাই মদের বিরুদ্ধেও ম্যারাথন অভিযান চালানো হয়। তার জেরে ২২১ লিটার চোলাই মদ উদ্ধার হয়। গোঘাট ও খানাকুল থানা চারজনকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মহকুমার বিভিন্ন থানা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধ প্রবণতা রুখতে ৭৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মাঝেমাঝে এরকম অভিযান হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen