প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়া-কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল

January 4, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৩: ছুটির দিন সন্ধ্যায় নাকাল যাত্রীরা! বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! রবি সন্ধ্যায় হাওড়া-কাটোয়া শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। চুঁচুড়া-সহ একের পর এক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেন। নাজেহাল হলেন যাত্রীরা।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হাওড়া-কাটোয়া শাখার বাঁশবেড়িয়া স্টেশনের কাছে একটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে। থমকে যায় ট্রেনে। তৎক্ষণাৎ শুরু হয় মেরামতির কাজ। ফলে আপ ব্যান্ডেল, আপ কাটোয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইন ও রিভার্স লাইন দিয়ে ব্যান্ডেল ও বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল করছে।

প্রায় ঘণ্টা খানেক ধরে চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে একটি আপ কাটোয়া লোকাল দাঁড়িয়ে পড়ে। কাটোয়া লোকাল আটকে থাকায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। ব্যান্ডেল স্টেশন ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে হাওড়া-বর্ধমান মেন লোকালও। ক্ষুব্ধ হন যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen