নির্মাণ প্রকল্পের গুণমান বজায় রাখতে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের বিশেষ প্রশিক্ষণের ভাবনা রাজ্যের

প্রাথমিকভাবে সড়ক সংস্কার থেকে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হলেও, এরপর ধাপে ধাপে ব্রিজ, বিল্ডিং শাখার ইঞ্জিনিয়ারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

March 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুরের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাজ্য। পূর্তদপ্তরের অধীনে থাকা প্রকল্পগুলির গুণমান বজায় রাখতেই শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং ও রাজ্য সরকার এক সঙ্গে কাজ করবে। রাজ্যের পূর্তদপ্তরের প্রায় ১৭০০ ইঞ্জিনিয়ারকে কাজের গুণমান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেবে ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠান।

প্রথম ধাপে সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতাধীন প্রকল্পের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিআরআইএফ-এর আওতায় রাজ্যের ১৪টি গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অধিকাংশ ক্ষেত্রের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সে কারণে এই প্রকল্পের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ সবার আগে শুরু করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে, ৪৯ কিলোমিটার দীর্ঘ পানাগড়- ইলামবাজার-দুবরাজপুর রাজ্য সড়ক ও পূর্ব বর্ধমানে ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের রামজীবনপুর-পলিতা-পলিতপুর-নতুনহাট রাজ্য সড়ক সংস্কার করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায়ই মুর্শিদাবাদের কুলি-রামজীবনপুর, মালদহের বামনগোলা-হবিবপুর এবং বুলবুলচণ্ডী-হবিবপুর, ঝাড়গ্রামের দহিজুড়ি- বিনপুর-শিলদা রাজ্য সড়কগুলিও সংস্কার করা হবে। প্রাথমিকভাবে সড়ক সংস্কার থেকে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হলেও, এরপর ধাপে ধাপে ব্রিজ, বিল্ডিং শাখার ইঞ্জিনিয়ারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen