রোজই ট্রেন লেট! প্রতিবাদে আমতা শাখায় যাত্রীদের রেল অবরোধ

October 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৪৩: রোজই ট্রেন দেরিতে আসে, সময়মতো কর্মস্থলে পৌঁছনো যায় না- এই অভিযোগে শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধে বসেন ক্ষুব্ধ যাত্রীরা। লাইনের উপর বসে পড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন তাঁরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে ব্যাহত হয় ওই শাখার পরিষেবা, বিপাকে পড়েন অন্যান্য যাত্রীরাও।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই শাখায় ট্রেন নির্ধারিত সময়ে আসে না। প্রতিদিনই দেরিতে ট্রেন চলাচলের ফলে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী, সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে হাওড়াগামী লোকাল ট্রেন নির্ধারিত সময়ে না আসায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই এই শাখায় ট্রেন দেরিতে আসে, অথচ রেল কর্তৃপক্ষের তরফে কোনও স্থায়ী সমাধান নেওয়া হয়নি। শনিবার প্রায় দু’ঘণ্টা দেরিতে ট্রেন আসায় বহু যাত্রী কর্মস্থলে পৌঁছতে পারেননি।

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ব্লকের কারণে শনিবার একটি সমস্যা দেখা দিয়েছিল। রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের পরিস্থিতি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, জগৎবল্লভপুর থানার পুলিশ বাহিনী এবং র‍্যাফ। অবরোধ তোলার অনুরোধ জানানো হলে পুলিশের সঙ্গে যাত্রীদের বচসাও বাধে। শেষমেশ সকাল ১১টার পর বড়গাছিয়া স্টেশনে অবরোধ ওঠে।

নিত্যযাত্রীদের দাবি, সময়মতো ট্রেন না-চলার সমস্যা যেন আর না ঘটে, তার জন্য রেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen