বেলাগাম Toto! শৃঙ্খলা আনতে নম্বর প্লেট ও QR code আনছে পরিবহণ দপ্তর

October 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:২৭: রাজ্যের রাস্তায় বেপরোয়া টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (WB Govt)। এবার প্রতিটি টোটোর (West Bengal Toto) জন্য বাধ্যতামূলক করা হচ্ছে নম্বর প্লেট এবং কিউআর কোড। বৃহস্পতিবার এই ঘোষণা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের ভিত্তিতে নম্বর প্লেট দেওয়া হবে, যাতে থাকবে একটি কিউআর কোডও। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সমস্ত টোটোকেই রেজিস্ট্রেশনের (Toto Registration) আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

যদিও রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো চলছে, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পরিবহণ দপ্তরের হাতে নেই। তবে টোটো নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বহু এলাকায় বেপরোয়া টোটো চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, অটোচালক ও বাসচালকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে টোটো চলাচল বন্ধ করা যাবে না, কিন্তু তা নিয়ন্ত্রিত করতে হবে। সেই লক্ষ্যেই প্রশাসন এবার সক্রিয় হয়েছে।

মন্ত্রী জানান, টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে কিউআর কোডযুক্ত (QR code) স্টিকার লাগানো হবে গাড়ির গায়ে। চিহ্নিতকরণের পর নির্দিষ্ট রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে। এই চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর থেকে এবং তা শেষ করতে হবে ১৩ নভেম্বরের মধ্যে। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে। অনলাইন এবং সরকারি সহায়তা কেন্দ্র – দুই মাধ্যমেই এই কাজ করা যাবে। এরপর যেসব টোটো তালিকাভুক্ত হবে না, তাদের রাস্তায় চলতে দেওয়া হবে না। এই অভিযান যৌথভাবে চালাবে পুলিশ, পরিবহণ দপ্তর এবং টোটো ইউনিয়নগুলি।

রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে ১,০০০ টাকা দিতে হবে। ছ’মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা করে বার্ষিক ১,২০০ টাকা ধার্য করা হবে। পরিবহণ দপ্তরের (Transport Department) সূত্রে জানা গিয়েছে, টোটোচালকদের বিমার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে রাজ্যের রাস্তায় অড-ইভেন নম্বরের ভিত্তিতে টোটো চলাচলের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একদিন চলবে অড নম্বরের টোটো, পরদিন ইভেন নম্বরের। এই নিয়ম তদারকি করবে সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় থানা।

এছাড়া, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও স্থানীয় সংস্থা বা ভেন্ডার ভবিষ্যতে টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত টোটো নজরদারির আওতায় থাকবে, যাতে রাস্তায় বিশৃঙ্খলা নয়, শৃঙ্খলাবদ্ধ গতিতে চলাচল নিশ্চিত করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen